সাংবাদিক সফিউল্লাহ আনসারী'র ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং' বইয়ের মোড়ক উন্মোচন

কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর ছোটদের ছড়াগ্রন্থ 'ঘাসফড়িং তিড়িং বিড়িং' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার ( ২৮ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, শিক্ষক নূর মোহাম্মদ সরকার সাগর, কাব্যকথা'র কর্ণধার জালাল খান ইউসুফী, কবি এরশাদ আহাম্মেদ, রিদুয়ানা ইসলাম রুহামা, খালিদ জামিল কাব্য, জাসাস নেতা (মহানগর দ:) আবদাল তালুকদার, কবি জীহাদ চৌধুরী প্রমুখ।
তারিক হাসানের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা‘ঘাসফড়িং তিড়িং বিড়িং ' বইটির বহুল প্রচার কামনা করেন। সাংবাদিক, কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর বইটি কাব্যকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান স্টল নং ৭৩৫ ও বাংলা একাডেমি চত্বর জাসাস এর স্টল নং ১০৮৪-৮৫ এ বইটি পাওয়া যাচ্ছে।