বেস্টওয়ে ইংলিশ অ্যান্ড বিজনেস ইনকিউবেশন’র পিঠা উৎসব

৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বেস্টওয়ে ইংলিশ অ্যান্ড বিজনেস ইনকিউবেশন (Bestway English & Business Incubation) এর উদ্যোগে উত্তরার মেরিনো হোটেলে এক আনন্দঘন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘‘দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতার পথে বেস্টওয়ে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। Bestway English & Business Incubation-এর মিশন হলো ব্যক্তিদের অবসর সময়কে দক্ষতায় রূপান্তরিত করে তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা। ভিশন হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাংলাভাষীদের ইংরেজি ও ব্যবসায়িক শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি বাংলাদেশে প্রথম অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে শেখার পাশাপাশি ঘরে বসেই আয় করার সুযোগ রয়েছে। উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন এবং এমন একটি উদ্যোগের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা Bestway-এর উদ্যোগকে প্রশংসা করেন এবং বলেন, এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পিঠা উৎসবের এই প্রাণবন্ত আয়োজন সকলের মধ্যে সংস্কৃতি, সম্প্রীতি ও শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে Bestway English & Business Incubation আরও নতুন সম্ভাবনা ও উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।