ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


প্রফেসর আবদুল হক খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪ ২৩:৩৭

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মুহাম্মদ আবদুল হক খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২৪ নভেম্বর (রবিবার) ময়মনসিংহ শহরের আকুয়াস্থ বাসভবন ও নিজ গ্রাম নামাকাতলাসেন মিয়া বাড়িতে (পাহলোয়ান খান পরিবার) মরহুম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য প্রফেসর মুহাম্মদ আবদুল হক খান জীবদ্দশায় দীর্ঘকাল আনন্দ মোহন কলেজে অধ্যাপনা করেছেন।

আনন্দ মোহন কলেজ থেকে অবসর গ্রহণের পর তিনি যথাক্রমে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ, মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজ ও ময়মনসিংহ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।