ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


পেট্রোবাংলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট


৭ ডিসেম্বর ২০১৯ ২২:০৪

আপডেট:
১০ মে ২০২৫ ০২:৩৯

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ইউনিটে আগুন লেগেছে। মোবাইলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

এরশাদ আরও বলেন, শনিবার সরকারি ছুটি থাকায় সেখানে মানুষের উপস্থিতি কম বলে ধারণা করছি।