ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা


৭ ডিসেম্বর ২০১৯ ০০:১৭

আপডেট:
১৭ মে ২০২৪ ০৩:২০


স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি শওকত হোসেন সজল (রূপালী ব্যাংক) ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শীমুলের (জনতা ব্যাংক) নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

এ সময় সংগঠনের বাংলাদেশ ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, কৃষি ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় ১১১ সদস্য বিশিষ্ট স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

দ্বিবার্ষিক এ কমিটিতে সভাপতি মনোনীত হন-শওকত হোসেন সজল (রূপালী ব্যাংক), সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শীমুল (জনতা ব্যাংক) ও প্রচার সম্পাদক জসীম রেজা (অগ্রণী ব্যাংক)।


কমিটির সহ-সভাপতি হলেন-আক্কাস আলী আকাশ (সোনালী ব্যাংক), ফেরদৌস আলম (বাংলাদেশ ব্যাংক), শামীম হোসেন (অগ্রণী ব্যাংক) ও রিয়াজুল ইসলাম রিয়াজ (রূপালী ব্যাংক), যুগ্মসাধারণ সম্পাদক মারুফ জামান কল্লোল (অগ্রণী ব্যাংক), বিএম মনির হোসেন (রূপালী ব্যাংক) ও সরদার রাসেল (অগ্রণী ব্যাংক), সাংগঠনিক সম্পাদক ইয়াসিন (জনতা ব্যাংক), সজিব সরদার (রূপালী ব্যাংক) ও আলমগীর হোসেন (রূপালী ব্যাংক), দফতর সম্পাদক আনিছুর রহমান আনিছ (রূপালী ব্যাংক), পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম (অগ্রণী ব্যাংক), সাংস্কৃতিক সম্পাদক লায়লা কাজী (অগ্রণী ব্যাংক), নির্বাহী সদস্য সংকর তালুকদার (বেসিক ব্যাংক), পরিমল কুমার (অগ্রণী ব্যাংক), শামছুল হক জিদান (কৃষি ব্যাংক) ও নজরুল ইসলাম (বিডিবিএল ব্যাংক)।


স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জসীম রেজা জানান, সংগঠনের পক্ষ থেকে বিজয়ের মাসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া এ মাসে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।