ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


এমপি শাওনের নির্বাচনী প্রচারণায় ফেরদৌস-অপু


১৫ জানুয়ারী ২০১৯ ১০:৪৮

আপডেট:
১০ মে ২০২৫ ০২:০১

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার বিকেলে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে সাতানী বাজারে তারা গণসংযোগ করেন।

এ সময় ফেরদৌস ও অপু বিশ্বাসকে সামনে থেকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক এসে ভিড় করে। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নায়ক-নায়িকাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। হুড খোলা একটি গাড়িতে চড়ে হ্যান্ড মাইকে নির্বাচনী প্রচারণা চালান ফেরদৌস ও অপু বিশ্বাস।

mpsawn02

তারা ভোটারদের উদ্দেশে বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।

এ সময় ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওনও ভোট প্রার্থনা করেন।