হ্যাঁ মিথিলা আর আমার পরকিয়া হয়েছে: ফাহমি
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইফতেখার আহমেদ ফাহমি।
তিনি লিখেছেন, ‘হ্যা মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।’
এরআগে সোমবার একটি ফেসবুক গ্রুপ থেকে এ ছবিগুলো ছাড়া হয়। এরপর সেখান থেকে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ছবিগুলো শেয়ার করেন। তবে ইফতেখার ফাহমি বা মিথিলা এ বিষয়ে তখনো কোনো মন্তব্য করেননি।
এর আগে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যা বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে। দীর্ঘদিন সৃজিত আর মিথিলার খবর অনলাইন মাধ্যমে ভাসতে থাকে। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নানামাধ্যমে নিউজ হতে থাকে।
এবার ফাহমির সঙ্গে মিথিলার ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এতদিন সৃজিতের সঙ্গে সম্পর্কের বিষয় সবাই জানলেও এখন নতুন করে ফাহমির সঙ্গে মিথিলার ছবি দেখে স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন।