ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


প্রকাশ পেল রাজ চৌধুরীর নতুন গান ‘প্রথম দেখায়’


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১১

কণ্ঠশিল্পী রাজ চৌধুরীর নতুন গান ‘প্রথম দেখায়’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ গানে তার সঙ্গে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির কথা ও সুর করেছেন রিয়াদ আনিক, আর সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন রিয়েল আশিক।

গানটি সম্পর্কে রাজ চৌধুরী বলেন, “‘প্রথম দেখায়’ আমার কাছে খুবই বিশেষ একটি গান। এই গান শোনার মাধ্যমে শ্রোতারা ভালোবাসা ও অনুভূতির এক ভিন্ন অভিজ্ঞতা পাবেন বলে আমার বিশ্বাস।”

তিনি আরও জানান, সানজিদা রিমির সঙ্গে এটি তার প্রথম কাজ। রাজ চৌধুরীর ভাষায়, “আমাদের দুজনেরই লক্ষ্য ছিল গানটির মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে পৌঁছানো এবং তাদের অনুভূতিকে স্পর্শ করা। আশা করছি, গানটি সবাই উপভোগ করবেন।”

জানা গেছে, গানটি রাজ চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এবং ইতোমধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।