‘বিকৃত মহিলা’, জয়ার আচরণে খেপলেন কঙ্গনা

দিল্লিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের প্রতিবাদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চন। সেই সময় তার নিজ দলেরই এক কর্মী হঠাৎ তার পাশে এসে সেলফি তোলার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে জয়া সরে দাঁড়ান এবং ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। শুধু ধাক্কাই নয়, এরপর তাকে কঠোর ভাষায় গালিও দেন জয়া বচ্চন। আর সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যার ফলে প্রচুর সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
জয়ার সেই ভিডিও এখন আলোচনায়। এ নিয়ে অনেকেই জয়ার তীব্র সমালোচনায় ব্যস্ত।
সেই দলে এবার যোগ দিলেন বলিউড অভিনেত্রী ও মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতও। ভাইরাল ভিডিওটি শেয়ার করে তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা রানাওয়াত।
ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘এই হলো সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ ওর রাগ এবং বাজে কথা সহ্য করেন, কারণ তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী। ওর মাথার টুপিটি দেখতে পুরো মোরগের ঝুঁটির মতো। আর তাকে দেখতে লড়াকু মোরগের মতো। সত্যিই কী অপমানজনক ও লজ্জাজনক একটা ব্যাপার।’
কঙ্গনার এই মন্তব্যের সঙ্গে অনেকেই সহমত জানিয়েছেন। অনেকেই বলেছেন, কঙ্গনা যেভাবে জয়া বচ্চনের বিরুদ্ধে কথা বলেছেন, কোনো বলিউড সেলিব্রিটির এমনটা করার সাহস নেই। জয়া বচ্চনের ভিডিওর মতো এবার কঙ্গনার প্রতিক্রিয়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যদিও এই প্রথমবার নয়, এর আগেও কঙ্গনা-জয়ার বাকযুদ্ধ দেখেছে সবাই। ২০২০ সালে বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করায় কঙ্গনাকে তুলোধোনা করেছিলেন জয়া বচ্চন। জবাবে কঙ্গনা লিখেছিলেন, ‘জয়া জি, যদি আমার জায়গায় আপনার মেয়ে শ্বেতাকে কিশোর বয়সে মারধর, মাদকাসক্ত এবং শ্লীলতাহানি করা হত, তাহলে কি আপনি একই কথা বলতেন? অভিষেককে যদি ক্রমাগত ধমক এবং হয়রানির সামনাসামনি হতে হত, যদি একটা সময় সে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করত, তাহলেও কি আপনি একই কথা বলতেন? তাহলে আমাদের প্রতিও সমবেদনা জানান।’
পাবলিক প্লেসে জয়া বচ্চনের রাগ নতুন কিছু নয়। ক্যামেরার সামনে কটু কথা, ছবি তুলতে চাওয়া মানুষদের প্রতি বিরক্তি, এমনকী সহকর্মীদের সঙ্গেও তীব্র প্রতিক্রিয়া দেখান এ প্রবীণ অভিনেত্রী। যার কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। পর্দায় এখন খুব একটা দেখা না গেলেও রাজনৈতিক জীবনে বেশ ব্যস্ত সময় পার করছেন অমিতাভপত্নী। সর্বশেষ ২০২৪ সালে ‘সাদাবাহার’ সিনেমায় দেখা মিলেছে জয়ার।