ঢাকা রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


রাজনৈতিক স্লোগানের অবক্ষয়ে ক্ষুব্ধ শাহনাজ খুশি, বললেন "লজ্জায় মাথা নত হয়ে যায়"


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ২০:০৫

শাহনাজ খুশি

দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, বিশেষ করে আপত্তিকর স্লোগান নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান সময়ের কুরুচিপূর্ণ রাজনৈতিক স্লোগানের কারণে নিজের লজ্জা ও অস্বস্তির কথা তুলে ধরেন।

পোস্টের শুরুতে শাহনাজ খুশি আক্ষেপ করে লেখেন, "হায় রে স্লোগান?!" তিনি অতীত স্মরণ করে বলেন, একটা সময় ছিল যখন রাজনৈতিক মিছিল বা দলের স্লোগান শুনলে দেশের জন্য মন গর্বে ভরে উঠত এবং দলের আদর্শ ফুটে উঠত। কিন্তু এখনকার পরিস্থিতি ঠিক তার বিপরীত।

বর্তমান সময়ের স্লোগানের ভাষা নিয়ে তিনি লিখেছেন, "এখন স্লোগান শুনলে দ্রুত ফোনের সাউন্ড অফ করি, চারপাশে কেউ আছে নাকি দেখি! বাচ্চা, বয়োজ্যেষ্ঠরা পাশে থাকলে লজ্জায় মাথা নত হয়ে যায়! ছিঃ! কি ভাষা?!"

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত স্লোগানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক অসভ্য স্লোগানের সাথে আরও একটি নতুন স্লোগান যুক্ত হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে তিনি মনে করেন।

রাজনীতিতে শিক্ষার গুরুত্ব তুলে ধরে শাহনাজ খুশি বলেন, "রাজনীতি করতে শিক্ষা লাগে স্যার!! সেটা প্রকৃত শিক্ষা, শুধু সার্টিফিকেট নয়!!" তার মতে, আগ্রাসন দিয়ে কিছুদিন ক্ষমতা ধরে রাখা গেলেও প্রকৃত অর্থে মানুষের মন জয় করা যায় না।

পোস্টটির শেষে তিনি মানুষের প্রতি মানুষের সহানুভূতির অভাব নিয়ে আক্ষেপ করে লেখেন, "অবশ্য মানুষ এখন আর লাগেও না! মানুষকে আর কে ভাবছে!?"

শাহনাজ খুশির এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন তার এই মতের সাথে সহমত প্রকাশ করেছেন এবং কমেন্ট সেকশনে দেশের রাজনৈতিক সংস্কৃতির এমন অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পোস্টটি শেয়ার করে অনেকেই একই ধরনের অনুভূতি প্রকাশ করছেন।