ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


কানে বিশেষ স্বীকৃতি পেল ‘আলী’


প্রকাশিত:
২৫ মে ২০২৫ ১১:৪৬

ছবি : সংগৃহীত

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।

শনিবার (২৪ মে) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার।

এদিকে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করেছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন।