ঢাকা মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২


সামান্থা নতুন সম্পর্কে জড়িয়েছেন?


২০ মে ২০২৫ ১৩:২৮

আপডেট:
২০ মে ২০২৫ ১৯:৫৬

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

ভারতীয় চলচ্চিত্রের পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দক্ষিণী চলচ্চিত্রের তারকা সামান্থা রুথ প্রভুর সম্পর্ক কেবল পেশাদার পর্যায়ে সীমাবদ্ধ আছে কী না সেটি নিয়ে চলছে কানাঘুষা।

কয়েকদিন পরপর সোশাল মিডিয়ায় রাজকে নিয়ে সামান্থার কিছু পোস্ট ও ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতুহল। এর মধ্যে সামান্থার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখেছেন সামান্থা।

এছাড়া গত মাসে তারা একসঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে, সেই ছবিও এসেছে সোশাল মিডিয়ায়। এনডিটিভি লিখেছে, ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে তারা নাকি এখন একসঙ্গে থাকার জন্য বাড়ি খুঁজছেন। তবে এই সম্পর্ক নিয়ে সামান্থা বা রাজের কেউই কোনো মন্তব্য করেননি।

ব্যক্তিগত কারণে বহুবার আলোচনায় এসেছেন সামান্থা; ব্যর্থ দাম্পত্য জীবন ও শারীরিক অসুস্থতার কারণে হয়েছেন শিরোনাম।

২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। ‘ইয়ে মায়ে চেসাভ’ ‘মানম’, ‘মাজিলি’, ‘ইয়ে মায়া চেসাভে’ এবং ‘অটোনগর সুরিয়া’র-এর মত জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি।

চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে, ২০২১ সালের অক্টোবরে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

এরপর ২০২২ সালে অভিনেত্রীর মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার খবর আসে; পরে যুক্তরাষ্ট্রে ও দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা নেন তিনি।

মায়োসাইটিস কোনো প্রাণঘাতী রোগ না হলেও এতে আক্রান্তদের পেশী দুর্বল হয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হওয়ার পর দৈনন্দিন জীবনযাত্রা চালাতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছিলেন সামান্থা। আর রাজ নিদিমোরু হলেন ভারতের আলোচিত নির্মাতা জুটি রাজ ও ডেকের একজন।

এই নির্মাতা জুটির ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের অভিনয় করে দারুণ আলোচিত হন সামান্থা।