ঢাকা মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২


সংগীতশিল্পী নোবেল গ্রেফতার


২০ মে ২০২৫ ১৩:০২

আপডেট:
২০ মে ২০২৫ ১৯:৫৭

গায়ক মাইনুল আহসান নোবেল।

অপহরণ করে ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী নির্যাতন মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থান পুলিশ।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল রহমান বলেন, সোমবার (১৯ মে) রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী অপহরণ করে ধর্ষণ এর অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন। এ ছাড়া পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০ মে রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, প্রতারণার অভিযোগে করা এক মামলায় ২০২৩ সালে নোবেলকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।