ঢাকা সোমবার, ১৯শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


ঈদে বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’


১৭ মে ২০২৫ ১৪:৫২

আপডেট:
১৯ মে ২০২৫ ১৯:২৩

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার পোস্টার। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের ফেইসবুক থেকে নেওয়া।

শহরে পরপর তিন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়, আর সেই ঘটনা তদন্তে নামেন এক নারী পুলিশ কর্মকর্তা। এই ঘটনার গল্প শোনাতে কোরবানির ঈদে আসছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’।

সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিওপি ক্রিয়েশন।

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। একইসঙ্গে কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি।

সানোয়ার গ্লিটজকে বলেছেন, দেশের দর্শকদের মধ্যে খুন রহস্য ও সাসপেন্স থ্রিলার ঘরানার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সে বিষয়টি মাথায় রেখে তারা এই সিনেমাটি নির্মাণ করেছেন।

‘এশা মার্ডার: কর্মফল’ ঈদে দর্শকদের জন্য এটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে বলে ধারণা করছেন সানোয়ার।

গেল বছরের মার্চে প্রকাশ পেয়েছিল সিনেমার এক মিনিট দৈর্ঘ্যের একটি টিজার, যেখানে দেখা গেছে খুন ও ধর্ষণের শিকার হয়েছেন শহরের তিনজন নারী। তদন্তের দায়িত্ব পড়েছে পুলিশ অফিসার লীনার ওপর। সেই পুলিশ অফিসার হয়ে আসছেন অভিনেত্রী হক বাঁধন।

এর আগে সিনেমার চরিত্র ও গল্প নিয়ে বাঁধন বলেন, “বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রে একজন নারীর এ রকম শক্তিশালী উপস্থিতির পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। নির্মাণ ও গল্পের শৈল্পিক দিক থেকে সিনেমাটিকে একটি বিশেষ অবস্থানে নিয়ে যাবে বলে আমি আশা করি।”

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন এবং সৈয়দ এজাজ আহমেদ।

এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও সুমিত সেন গুপ্তকে।