ঢাকা মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল


২৯ এপ্রিল ২০২৫ ১৮:১৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ২৩:১৮

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। সামাজিক মাধ্যমে এরইমধ্যে সিদ্দিককে থানায় দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছেঁড়া। তাকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়।

এ সময় সিদ্দিককে থানায় নিয়ে গেলে বাইরে বেরিয়ে আসে পুলিশ। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলীয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। দলটি থেকে নির্বাচন করতে একাধিকবার মনোনয়নও চেয়েছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি।