ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


এ কোন সাদিয়া আয়মান?


২১ এপ্রিল ২০২৫ ১৪:৩০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১০:১৫

সাদিয়া আয়মান

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। দাবি করা হচ্ছে, ছবিগুলোর নারী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে ছবিগুলোর সত্যতা নিয়ে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি।

ছবিতে এক নারীকে পুলে ভেজা অবস্থায় দেখা যাচ্ছে, যা একটি ফেসবুক পেজ শেয়ার করে দাবি করে ‘জাতির ক্রাশ’ সাদিয়া আয়মানকে দেখানো হয়েছে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার ভেরিফায়েড সামাজিক মাধ্যমেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই।

সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী ছবিগুলোকে ‘পুরনো ফটোশুট’ হিসেবে সন্দেহ করছেন, কেউ কেউ আবার একে সম্পাদিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সৃষ্টি বলেও দাবি করছেন।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে একজন লিখেছেন, “এতো ভালো এডিট, কিন্তু বাঙালির চোখে ফাকি দেওয়া যাই না ব্রো।” আবার কেউ কেউ বিষয়টিকে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপে মন্তব্য করছেন।

এর আগেও চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে একই ধরনের বিভ্রান্তিকর ছবি ভাইরাল হয়েছিল, যেগুলো পরে এডিটেড বলে প্রমাণিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এআই ও ছবি এডিটিংয়ের মাধ্যমে ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। তারা ছবির উৎস যাচাই না করে এগুলো শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে এখনো সাদিয়া আয়মানের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন ভক্তরা ও গণমাধ্যম।