ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


শুভেচ্ছায় সিক্ত রণবীর-দীপিকা


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৮ ০১:৪৭

এই মুহূর্তে বলিপাড়ায় তাজা খবর হল বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রোববার বিকেলে ইনস্টাগ্রামে নিজেদের বিয়ে নিয়ে একটি বার্তা দেন। এতে তারা লেখেন, ‘ভীষণ ভালো লাগছে, ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি।’

বিয়ের দিন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় অভিনন্দন জানানোর পালা। বলা চলে এখন তারা অভিনন্দনের জোয়ারে ভাসছেন।

নির্মাতা করণ জোহর লিখেছেন, 'অনেক অনেক ভালোবাসা’। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, 'লক্ষ্যপূরণ। হালের আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট শুধু লিখেছেন, 'ওহো'; আর সঙ্গে দিয়েছেন অনেকগুলো হার্ট-ইমো। এছাড়া তাদেরকে আরও অভিনন্দন জানিয়েছেন নিমরাত কৌর, কারিশমা কাপুর, রিচা চাড্ডা, রাহুল বোস প্রমুখ।

ভারতীয় গণমাধ্যমের খবর, 'রামলীলা' ছবির শ্যুটিংয়ের সময় প্রেমে পড়েন রণবীর-দীপিকা। এরপর 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবতে' একসঙ্গে অভিনয় করেছেন তারা।