ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান


১৪ জানুয়ারী ২০২৫ ১৩:৩৯

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪৯

রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় 'একাদশ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৫' শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে।

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী শীর্ষক সম্মেলন। অনুষ্ঠানটি সকাল ৯:৩০ টা থেকে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়।

সম্মেলনটি পরিচালনা করেন সাদিয়া খালিদ রীতি। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন প্রফেসর কিশওয়ার কামাল।

সকাল ১১:৩০ টায় মিস ঝ্যাং ইউডি তাঁর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যার শিরোনাম ছিল "Tradition Meets Modernity : Female Peking Opera Performers in Chinese Films from Classical Narratives to Contemporary Realism" এরপর একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলোচক হিসেবে অংশ নেন মিস রেইনবো ফং, মিস লিসা গাজী এবং মিস ফারাহ কবির।

দুপুরের খাবারের বিরতির পর বিকাল ২:০০ টায় পরবর্তী মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিস নাঈমা চৌধুরী। প্রবন্ধটির শিরোনাম ছিল "The Future of Women and Film Making" এই সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক এলাহী, মিস চৈতালী সোমাদ্দার, এবং ড. রাশেদা রওনাক খান।

এই সম্মেলনটি নারীদের চলচ্চিত্রে ভূমিকা, ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ এবং ভবিষ্যতে নারী চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে।