ঢাকা মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


ডুমুরিয়ায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত


২৫ ডিসেম্বর ২০২৪ ২১:৪৯

আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ২৩:২১

খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনায় ধামালিয়া ইউনিয়ন যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল
কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট বনাম খুলনা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় বাগেরহাট দল ১ গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে।


বরুনা বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু,আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদের সভাপতি আরিফুল রহমান, খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা টিকু রহমান, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, ডুমুরিয়া থানা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, ডুমুরিয়া থানা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, ডুমুরিয়া থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এফ এম আবু সাঈদ।

এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ হেলাল উদ্দিন,খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল হোসেন দিদার, বিএনপি নেতা শেখ মতিউর রহমান বাচ্চু,ডুমুরিয়া থানা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ ফরহাদ হোসেন,বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, ডুমুরিয়া উপজেলা যুবদল নেতা মোল্লা মশিউর রহমান, যুবদল নেতা শেখ শাহিনুর রহমানসহ ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।