শিল্পমনা ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো শিল্প-সংস্কৃতির আড্ডা
দেশের বিভিন্ন অঙ্গনের দেশবরেণ্য শিল্পমনা ব্যক্তিদের নিয়ে শিল্প-সংস্কৃতির আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে জমে উঠে এই উচ্চমার্গের সঙ্গীতের আসর।
ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মকবুল হোসেনের আয়োজনে এই শিল্প-সাহিত্যের আসরে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. উপল তালুকদার, ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. টাইমুর আল মোবারক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, তেজগাঁও জোনের ডিসি (ট্রাফিক) রফিকুল ইসলাম, পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), সাহিত্য অনুরাগী রবীন্দ্র গবেষক আব্দুর রশিদ, ক্যাকটাস বিডি-র ম্যানেজিং পার্টনার এন্ড সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শওকত আলী হাজারী প্রমুখ।
আড্ডা জমে ওঠে বাঁশি, তবলা আর দোতারায়। উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ প্রদীপ মোহন্ত। বাঁশির সুরে সকলকে মুগ্ধ করে রাখেন তেজগাঁও জোনের ডিসি (ট্রাফিক) রফিকুল ইসলাম । দোতারায় মনোমুগ্ধকর সুর তোলেন ওস্তাদ আলমগীর কবীর।
এছাড়া মোকসেদুল ইসলাম ও শাশ্বত মনির স্বরচিত কবিতা আবৃত্তি করে বিমোহিত করেন সবাইকে। শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনের বিভিন্ন কথা ও সুরের মূর্ছনায় বিমোহিত হয়ে ওঠেন সবাই। এর মধ্যে মকবুল হোসেনের দুই শিশু পুত্রের গান সকলের নজর কাড়ে।