পেয়েছেন প্রশংসা
প্রথম নাটকেই আনিয়ার বাজিমাত

আজ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। চলবে ১৩ডিসেম্বর পর্যন্ত। আয়োজনের প্রথম নাটক ‘সুটকেস’-এর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্রী আনিয়া আক্তার। টুম্পা রানি দাসের পরিচালনায় অন্যান্য চরিত্রে ছিলেন— তনিক মন্ডল, ইফাদ হাসান,খাস্রি গান্দাই।
আনিয়ার সাথে প্রতিবেদকের কথা হলে জানা যায়, নাটকের অভিনয় শুরু হয়েছে নভেম্বর এর ২০ তারিখ থেকে। প্রথমবার নাটকে মূল চরিত্রে অভিনয় করতে পেরে তার আনন্দটা তুলনামূলক বেশি।
তিনি তার পরিচালক, সহশিল্পী, বিভাগের সকল শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন বিভাগের সকল শিক্ষক, সাদমান, সৌমিক সিয়াম এবং জিম মেজবাহ সহ অন্যান্যদের সহায়তায় আজ তিনি এখানে।
নতুন ও প্রথম সুযোগের অনুভূতি কেমন জানতে চাইলে জানান, ‘অনুভূতি অসাধারণ এবং অনেক টা দায়িত্ব আছে, সব মিলিয়ে খুবই আনন্দিত।’
উল্লেখ্য উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) অডিটোরিয়ামে নাটক অনুষ্ঠিত হবে।
আনিয়া, ঢাবি, টিএসসি, নাট্যোৎসব