ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন নাজনীন হাসান খান
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নাজনীন হাসান খান । যিনি গত ১০ বছরের অধিক নাট্যাঙ্গনে একাধারে নাটক রচনা, নির্মাণ ও প্রযোজনা করে এসেছেন।
‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজীব মণি দাসের রচনায় বিশেষ টেলিফিল্ম ‘মায়ের ইচ্ছা’ নাটকে অনবদ্য নির্মাণ শৈলীর জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নাজনীন হাসান খান-কে এই অনন্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এ সময় নাজনীন হাসান খানের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী। উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি সম্মাননা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে নাজনীন হাসান খান বলেন, ‘আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সব সময়ই ছিল। আজ আরও বেড়ে গেল। আমি নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বৈচিত্র্য আছে এমন গল্প নির্মাণ করতে চাই।’