ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন পরিচালক মো. ফাহাদ


২৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৫০

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মো. ফাহাদ। যিনি গত ১০ বছরের অধিক নাট্যাঙ্গনে একাধারে নাটক রচনা, নির্মাণ ও প্রযোজনা করে এসেছেন।

‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সময় মো. ফাহাদের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি সম্মাননা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে মো. ফাহাদ বলেন ‘আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সব সময়ই ছিল। আজ আরও বেড়ে গেল। আমি নিজেকে কোনো নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বৈচিত্র্য আছে এমন গল্প নির্মাণ করতে চাই।’