ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার অপর্ণা রানী রাজবংশী
 
                                টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন অপর্ণা রানী রাজবংশী ।
২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অপর্ণা রানী রাজবংশীর রচনায় ‘পিরিতের প্রফেসর’ টেলিফিল্মটি দর্শক নন্দিত ও নির্বাচকদের বিচারে শ্রেষ্ঠ গল্প হওয়ায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সময় অপর্ণা রানী রাজবংশী-এর হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।
অপর্ণা রানী রাজবংশী বক্তব্যের শুরুতে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা যারা নাটক লিখি কিংবা নির্মাণ করি, সবারই স্বপ্ন থাকে। সেই স্বপ্নের রথযাত্রা আরও শাণিত হয় যখন তার ফলস্বরূপ স্বীকৃতি পাওয়া যায়। আজকের এই পুরস্কার পরবর্তী কর্মের পাথেয় হিসেবে কাজ করবে।’

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    