ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


রিয়েলিটি শো’র বিচারকের আসনে ফরিদুল ইসলাম রুবেল


১৪ নভেম্বর ২০২৪ ১৭:৩২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০৫

নাট্যকার ও প্রযোজক ফরিদুল ইসলাম রুবেল একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন। শোর নাম ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’। এই শো’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এরই মধ্যে এর বিচারকার্য আরম্ভ হয়েছে।

ফরিদুল ইসলাম রুবেল বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা ফ্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’। এই শো’তে অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগি (ছেলে-মেয়ে) খুবই মেধাবী ও কর্মঠ। এই রিয়েলিটি শো’র মাধ্যমে , চিত্রনাট্য তৈরি, অভিনয় আবৃত্তি, নাচ-গান, র্যা ম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে করে এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে সপ্তম স্থান অর্জন করবে তারা যেন ভালো কিছু করতে পারে- এই প্রত্যয়ে রিয়েলিটি শো’টি প্রতিবছর আয়োজন করে আসছে। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।’

ফরিদুল ইসলাম রুবেল আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

উল্লেখ্য, প্রতিযোগীগণ গত ১৭ অক্টোবর, ২০২৪ সারাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কয়েক হাজার প্রতিযোগী থেকে ৩৬ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। বর্তমানে এই ১৮ জনকে চিত্রনাট্য তৈরি, অভিনয়, নাচ-গান, র্যা ম্প শো, আবৃত্তিসহ শিল্পের নানা কৌশল নিয়ে গ্রুমিং করা হচ্ছে। চূড়ান্ত পর্বে বিচারকগণ টপ মেধাবী ৩ জনকে বিজয়ী নির্বাচিত করবেন।