যৌথ খানের রচনা ও পরিচালনায় আসছে নাটক-‘হিন্দু বউয়ের সংসার’
যৌথ খানের রচনা ও পরিচালনায় আসছে নাটক-হিন্দু বউয়ের সংসার। নাটকটি রিলিজ হবে ৩১ অক্টবর, Sagor Rain Entertainment ইউটিউব চ্যানেলে।
যৌথ খান বলেছেন এই নাটক নিয়ে আমি বেশ আশাবাদী,আপনারা নাটকটি দেখলে বুজতে পারবেন কেনো নাটকের নাম হিন্দু বউয়ের সংসার নামকরণ করা হলো।
নাটকটিতে অভিনয় করেছেন,সাগর রেইন,সায়মা নীলাসা,শহীদ বাদল,এম এন শিপু,মাজা আশা,বাপ্পী হায়দার,মেহেদী সহ অনেকে।
ভিন্ন গল্পের নাটক হিন্দু বউয়ের সংসার। সাগর রেইন বলেন নাটকের বেশিরভাগ দায়ভার নির্মাতার উপররেই থাকে,আমরা চেস্টা করেছি মন দিয়ে কাজ করার। দর্শক নাটক দেখলে বুজতে পারবে,আমরা কী নাটক বানিয়েছি।
সবাই বেশি বেশি বাংলা নাটক দেখবেন, এই চাওয়া হিন্দু বউয়ের সংসার নাটকের টিমের।