ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


‘বঙ্গবন্ধু’তে তোফায়েল হচ্ছেন ছোট সাব্বির


২৮ জুন ২০২১ ০৭:০২

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৫৪

অভিনয়শিল্পী মীর সাব্বিরের নামের সঙ্গে মিল থাকার কারণে বিনোদন অঙ্গনে সাব্বির আহমেদকে সবাই ছোট সাব্বির নামে ডাকে। বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পাওয়া সাব্বির আহমেদ এখন নাটক–চলচ্চিত্রই বেশি করেন। শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’তে এবার সুযোগ পেলেন তিনি। তোফায়েল আহমেদ চরিত্রটি করবেন তিনি। এই রাজনীতিবিদের ২৬ থেকে ৩৩ বছর বয়সী চরিত্রে তাঁকে দেখা যাবে, যখন তিনি ছিলেন ছাত্রনেতা। এরই মধ্যে ভারতের মুম্বাইয়ে প্রথম লটের শুটিংয়েও অংশ নিয়েছেন সাব্বির আহমেদ।

সাব্বির আহমেদ জানালেন, তাঁর সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। দুই দফায় বিএফডিসি ও বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে এই ছবির কাস্টিং ডিরেক্টর ও ডিরেক্টরের সঙ্গে দেখা করেন, কথা বলেন। অডিশনেও অংশ নেন। ছয় মাস পর জানতে পারেন, এই চলচ্চিত্রে তাঁকে তোফায়েল আহমেদ চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছে।

চলচ্চিত্রে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের চরিত্র রূপদান করতে পারাটাকে জীবনের অনেক বড় অর্জন মনে করছেন সাব্বির। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, বঙ্গবন্ধুও তাঁকে খুব স্নেহ করতেন। তাঁর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। এমন একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। চরিত্রটি পর্দায় ঠিকভাবে ফুটিয়ে তুলতে আমি তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেছি। তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে পড়াশোনা করেছি। নানাভাবে তাঁকে জানার চেষ্টা করেছি। বই পড়ে, ইউটিউব দেখে, কথা বলে তাঁকে জানার এবং বোঝার চেষ্টা করেছি।’

সাব্বির এ–ও বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি চলচ্চিত্রে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। এই চলচ্চিত্রে আমাকে যদি একটা দৃশ্যেও কাজ করার কথা বলত, তাতেও আমি সানন্দে রাজি হতাম। সেখানে এত বড় একটি চরিত্র, আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশের মতো না।’

‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে ফেব্রুয়ারিতে মুম্বাই যান সাব্বির আহমেদ। সেখানে ১৩ দিন ছিলেন তিনি। এ বছরের অক্টোবরে বাংলাদেশে তাঁর আবার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ছবিতে বঙ্গবন্ধু করছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

ছোটবেলা থেকেই অভিনয় করেন সাব্বির। ১৯৯৭ সালে মাগুরার লায়ন কিং ক্লাব নামের একটি দলের হয়ে শিশু অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু। ২০০৫ সালে অভিনয়ের তাড়নায় ঢাকায় এসে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলে যোগ দেন সাব্বির। ‘লোকনায়ক’, ‘শ্যামা প্রেম’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রেও কাজ শুরু করেন। ২০০৮ সালে ঈদের আগে সাব্বিরের প্রথম বিজ্ঞাপনচিত্র ‘বাংলালিংক: ঈদে বাড়ি যাই’ প্রচারিত হয়। এটি তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন সাব্বির।


ছোট সাব্বির