ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বিতর্ক উসকে দিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল

সমালোচিত অনন্ত জলিল


১২ অক্টোবর ২০২০ ১৪:৪৩

আপডেট:
১৮ মে ২০২৪ ১৬:২৮

ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশবাসী। চলছে আন্দোলন-প্রতিবাদ। শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ নেমে এসেছেন রাস্তায় ধর্ষণ প্রতিরোধে ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান চেয়ে। তারকারাও চুপ করে নেই। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাজপথ; সবখানেই তারা অংশ নিচ্ছেন ধর্ষকের বিরুদ্ধে। এমন অবস্থায় বিতর্ক উসকে দিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

ধর্ষকদের শাস্তি চেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ফেইসবুকে। সেখানে ধর্ষকদের কঠোর সমালোচনা করে তাদের মৃত্যুদণ্ড চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। কিন্তু ৬ মিনিটেরও বেশি সময়ের ভিডিওটিতে অনন্ত দাবি করেছেন, নারীর পোশাক ধর্ষণের জন্য দায়ী, যা নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন অনন্ত জলিলের এ মন্তব্যের। অনেক তারকা হতাশা প্রকাশ করেছেন সিনেমার একজন নায়ক এবং দেশের প্রথম শ্রেণির একজন ব্যবসায়ী হয়েও কেমন করে নারীর পোশাককে তিনি ধর্ষণের জন্য দায়ী মনে করতে পারেন।

অভিনেত্রী, পরিচালক ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন অনন্তর এ ভাবনার জন্য তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত অভিনেতা অনন্তর ভিডিওটি দেখার পর শাওন ফেইসবুকে লিখেছেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সংবলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’

শুধু শাওন নন, নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়ক অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিলেন সোহানা সাবা, প্রসূন আজাদ, কণ্ঠশিল্পী পুতুলসহ আরও বেশকিছু তারকা। তুমুল সমালোচনার মুখোমুখি হয়ে অনন্ত ভিডিওটি সরিয়ে ফেললেও এরই মধ্যে সেই ভিডিওর ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল সন্ধ্যায় ভিডিও থেকে ‘সমালোচিত অংশ’ বাদ দিয়ে ৩ মিনিট ৪৯ সেকেন্ড রেখে ভিডিওটি আবার আপলোড করেন অনন্ত জলিল। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গতকালের ভিডিওতে আমি মূলত মেয়েদের শালীনতা বজায় রাখার জন্য বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভভাবে আবার অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন। আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’