কক্সবাজারে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এ এন এম সাজেদুর রহমান
পর্যটন রাজধানী কক্সবাজারে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন এ এন এম সাজেদুর রহমান। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলায় জনমনে নতুন আশা জাগিয়েছে—সংগঠিত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, পর্যটক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষের প্রত্যাশা।
বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারে প্রতিদিন হাজারো দেশি–বিদেশি পর্যটকের আগমন ঘটে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যটক সুরক্ষা এবং দুর্বৃত্ত দমনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এসপির প্রতি তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে প্রত্যাশা—তাঁর নেতৃত্বে আধুনিক পুলিশি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।
এ এন এম সাজেদুর রহমান এর আগে দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর অবস্থান, পেশাদারিত্ব ও মানবিক আচরণের জন্য পরিচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাঁর অভিজ্ঞতা কক্সবাজারকেও নতুন গতিতে এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কক্সবাজারের সচেতন নাগরিকদের দাবি, কক্সবাজারে মাদক ও চোরাচালান রোধে টেকসই উদ্যোগ, সমুদ্র সৈকত এলাকায় নিরাপত্তা টহল বৃদ্ধি, পর্যটন জোনে দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জান–মালের নিরাপত্তা অটুট রাখতে আরও কার্যকর ব্যবস্থা নেবেন নতুন পুলিশ সুপার।
সর্বস্হরের জনগন ও বিভিন্ন পেশার মানুষের প্রত্যাশা “জনগণের জানমাল রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ও দৃঢ় ভূমিকা রাখবেন এ এন এম মাজেদুর রহমান।”
কক্সবাজারবাসী তাঁর নেতৃত্বে একটি আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও পর্যটন–বান্ধব জেলা গড়ার প্রত্যাশা করছে।
