বেলকুচিতে প্রবাসীর বাড়িতে লুটপাটকারীদের চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা
সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের চর রান্ধুনিবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে গত ১৬ই নভেম্বর রোজ রবিবার রাতে ১২:৩০ ঘটিকার সময় বাড়ির দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তের দল। প্রবাসীর স্ত্রী ভোর রাতে ঘরের দরজা খোলা মাত্র দুর্বৃত্তরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করে নগদ ৩ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্নলংকার সহ একটি স্মার্ট ফোন নিয়ে যায় বলে জানান প্রবাসীর স্ত্রী ।
বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় প্রবাসীর স্ত্রী হাসি খাতুন (৩৮) কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এতে হাসি খাতুন চিৎকার করতে থাকে,চিৎকার শুনে পাশের রুমে ঘুমিয়ে থাকা দুই শিশু সন্তান এগিয়ে আসলে দুর্বৃত্তরা সেই শিশুদেরও মারপিট করে। এতে শিশুরাও চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। দূর্বৃত্তরা প্রতিবেশীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিম হাসি খাতুন কে রক্তাক্ত আহত অবস্থায় দেখে স্থানীয় প্রিয়াঙ্কা নাম একটা মহিলা ৯৯৯ লাইনে ফোন দিয়ে আইনের আশ্রয় চায়। হাসি খাতুন কে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ভোর হলে হাসি খাতুন কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন ১/ মোঃ চয়ন ইসলাম (৪৫) পিতা আবু হানিফ, গ্রাম রান্ধুনী বাড়ি, ২/ আব্দুল মমিন ৪০ পিতা মৃত মহির উদ্দিন। গ্রাম তামাই কলিয়াপাড়া, ৩/ চাঁন মিয়া (৫২) পিতা পিতা আবু হানিফ গ্রাম চর রান্ধুনীবাড়ী। ৪/ মোঃ জয় সেখ ২৩ পিতা নয়ন সেখ গ্রাম চর রান্ধুনি বাড়ী, ৫/ সবুজ মিয়া ২৪ পিতা চাঁন মিয়া গ্রাম চর রান্ধুনি বাড়ী, বেলকুচি সিরাজগঞ্জ।
ভিকটিম হাসি খাতুন বলেন আমার স্বামী ও বড় ছেলে দুজনই মালয়েশিয়া প্রবাসী হওয়ায় বাড়িতে কোন মানুষ নেই আমি শুধু দুটি বাচ্চা নিয়ে এই বাড়িতে বসবাস করি। অভিযুক্ত আসামীরা সুযোগ বুঝে আমার জান মালের উপর হামলা করে। তাদের চিনতে পারার কারনে আমাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমি ও আমার দুই শিশু বাচ্চা নিরাপত্তাহীনতায় ভুগছি। হাসি খাতুন বলে এই ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন। এ ঘটনায় কোর্টের মামলা তদন্ত আসলে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহন করব।
