ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


নাগেশ্বরীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা; ইউপি চেয়ারম্যান গ্রেফতার


১৪ এপ্রিল ২০২৫ ২৩:৩৮

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ০৬:০৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলী (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

ওসি রেজাউল করিম রেজা জানান, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি সোলায়মান আলীর বিরুদ্ধে মামলা (নং-১) দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।