আতুকোড়ার চোর সাদেক এখন পুলিশের জালে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে চোর শেখ মোঃ ছাদেক এখন পুলিশের জালে বন্দী । স্থানীয়রা জানায় সে গ্রামে অনেক দিন ধরে একটি চুরের দল কে নেতৃত্ব দিয়ে আসছে। সে এই দলের সর্দার। সে নিজেও মাধবপুরে গরু চুরির মামলায় ও আরো অন্যান্য মামলায় কয়েকবার জেল হাজতে কেটেছে।
বর্তমান গ্রামে যে পরিমাণ তার ক্যাডার বাহিনীরা চুরি-চামারি শুরু করছে। গ্রামের মানুষ তাদের কাছে খুবই অসহায় হয়ে পড়েছে। তার বিরুদ্ধে কিছু বলতে গেলেই তার মেয়ে বা বউকে দিয়ে বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা টুকে দেয়। বার বার জানানোর পরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি। সম্প্রতি মসজিদ, মাদ্রাসা, গাড়ির ব্যাটারী সহ আরো অনেক কিছু চুরি হচ্ছে। কান্দিপাড়া জামে মসজিদের ব্যাটারি, সড়ক বাজারে টমটমের গ্যারেজ থেকে চারটা গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। ছুটির মাস্টারের ঘর চুরি করে সব কিছু নিয়ে গেছে। গুরুস্থান জামে মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
তাছাড়াও অনেকের গুরু বাছুর, আতুকোড়া, শিমুলঘর, ছাতিয়াইন রাস্তায় গাড়ি আটকে ডাকাতি এবং মাদক ব্যবসাসহ আরো অনেক কিছু হচ্ছে ছাদেকের নেতৃত্বে।
ফারুকুজ্জামান ফারুখ চেয়ারম্যান থাকাকালীন সময়ে ছাদেক ওপেন মাদক ব্যবসা করতো। শেখ মোহাম্মদ আব্দুল হাকিম এ সবের প্রতিবাদ করা চুর সাদেকে তার বউ দিয়ে আব্দুল হাকিমের নামে মিথ্যা মামলা করে দেয়। এক পর্যায়ে ছাদেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল শেখ মোঃ শাহাব উদ্দিন সরদার। পরে চোর ছাদেক তার বিরুদ্ধে তার মেয়ে দিয়ে মিথ্যা মামলা করে দেয় যা আদালতে চলমান রয়েছে।প্রতিবাদ করলেই চোর ছাদেক ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
গতকাল রবিবার নাসিরনগর থানা পুলিশের এস আই সুনীল চন্দ্র সুত্রধর চোর ছাদেককে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে এনে একটি চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত এর সত্যতা নিশ্চিত করেছেন।