ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


কক্সবাজারে র‌্যাব-বিজিবি'র যৌথ অভিযানে চল্লিশ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারী গ্রেপ্তার


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে বিজিবি -র্যাব যৌথ অভিযান চালিয়ে ৪০,০০০( চল্লিশ) হাজার বার্মিজ ইয়াবা সহ এক মাদক চোরাকারবারি কে গ্রেপ্তার করেছে।

আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি যৌথ দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

টেকনাফ বর্ডার ( ২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-বিজিবির যৌথ আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ মডেল থানাধীন দমদমিয়া গ্রামের লোহার পোল্টুন সংলগ্ন সড়কের ওপর সীমান্ত দিয়ে পাচার করে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবাসহ এক মাদক কারবারি মিয়ানমারের বুথিডং এলাকার মোঃ জাহিদ হোসেনের পুত্র মোঃ ছলিম (৩০) কে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই অভিযানটি বাংলাদেশের সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনে র‍্যাব এবং বিজিবির নিরলস প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৪০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করেছে যে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছে বিজিবি ও র্যাব প্রশাসন।