বেলকুচি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সভার আয়োজন করে বেলকুচি উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ রায়ের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ মাহির, বেলকুচি থানার এসআই সবুজ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায়, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর শাহা, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌতম শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবুল বাশার এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মানচিত্র পাল।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা শামীম, মুকন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম, উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখা প্রচার সম্পাদক আশিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মনিরুজ্জামান মনিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় পূজা উদ্যাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব মহলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।