ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


ভালুকায় সাংবাদিকদের নামে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

ময়মনসিংহের ভালুকায় চার সাংবাদিকের নামে মিথ্যা ঘটনা সাজিয়ে গায়েবী ও প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যমের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
জানা যায়, উপজেলায় বনবিভাগের নানা ধরণের অনিয়ম ও দূর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয় দৈনিক নয়াদিগন্ত ও যুগান্তরসহ বিভিন্ন মিডিয়ায়। এরই জেরে দৈনিক নয়াদিগন্ত ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, যুগান্তর ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, মানবকন্ঠ ভালুকা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ ও গ্লোবাল টিভির ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের নামে মোট ছয়টি মিথ্যা মামলা দায়ের করেন স্থানীয় বনবিভাগ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান ও হবিরবাড়ী বিট অফিসার আনোয়ার হুসেন খান সুফল প্রকল্পের বনায়নের নামে অর্থ লোপাট ও অনৈতিক সুবিধা নিয়ে বনভূমি দখল করে ঘর বাড়ি ও সিমানাপ্রাচীর নির্মাণ করতে সহযোগীতা করে ভূমিদস্যূদের। আর এসব বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে অসাধূ বনকর্মকর্তারা চার সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা অনতিবিলম্বে ওই সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অসাধূ বনকর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়াসহ দূর্নীতিদমন কমিশনের মাধ্যমে অসাধূূ কর্মকর্তাদের সম্পদের হিসেব নেয়ার জোর দাবি জানান । মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মোহনা টিভির প্রতিনিধি এসএম শাহজাহান সেলিম,কালের কন্ঠ মোকলেছুৃর রহমান মনির, যুগান্তর জহিরুল ইসলাম জুয়েল, সময়ের আলো ফিরোজ খান, নয়াদিগন্ত আসাদুজ্জামান ফজলু, মানবকন্ঠ শফিকুল ইসলাম সবুজ , গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজ, এনটিভি আলমগীর হোসেন,  সংবাদ আতারউর রহমান, সফিউল্লাহ আনসারী, মাই টিভি মর্জিনা আক্তার মনি,আর টিভি আল আমিন প্রমূখ।