নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা

শেরপুরের নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক সেলিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান উজ্জল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফকরুল আলম, নির্বাহী সভাপতি রিয়াজুল হাসান, সহসভাপতি শাকের আহমেদ, হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমানসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।