নাগেশ্বরীতে ভিজিএফ এর চাল মজুদ; বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির প্রায় তিন হাজার ৮০০ কেজি চাল মজুদের অভিযোগে সাবেক বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত কালিগঞ্জ বাজারে একটি স্থানীয় মসজিদের ইমাম ইসমাইল হোসেন পরিচালিত মক্তব থেকে উল্লেখিত ভিজিএফ চাল উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে জোর খাটিয়ে ভিজিএফ কার্ডের ভাগ নিয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল উত্তোলন করে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি তা মক্তবে জমা রাখে।
রোববার সকালে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন নাগেশ্বরী উপজেলা সমবায় কর্মকর্তা নূর কুতুবুল।
নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, ভিজিএফ চাল উদ্ধারের পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন জামাল উদ্দিন।
মাহমুদুল হাসান জানান, স্থানীয় লোকজন মক্তবে রাখা ভিজিএফ চাল খুঁজে পেয়ে প্রশাসনকে খবর দেয়।
আমি ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করি। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সম্পৃক্ততা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে', যোগ করেন তিনি।
কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শনিবার সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
তিনি দাবি করেন, কোনো স্থানীয় বিএনপি কর্মী জোরপূর্বক ভিজিএফ কার্ড নেননি।
তিনি আরও জানান, যেহেতু বিষয়টি ইউনিয়ন পরিষদের বাইরের ঘটনা সেহেতু চেয়ারম্যান ও মেম্বাররা এজন্য দায়ী নন।
জামাল উদ্দিন কিভাবে ভিজিএফ চাল সংগ্রহ করেছেন, তা তিনি জানেন না বলে দাবি করেন রিয়াজুল।
কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন জানান, 'আমার কাছ থেকে মক্তবের চাবি নিয়েছিলেন জামাল উদ্দিন। তিনি মক্তবে ভিজিএফ চাল মজুদ করেছিলেন। আমি এ ব্যাপারে জড়িত নই।'
মন্তব্যের জন্য জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
'মসজিদের ইমাম ইসমাইল হোসেনকে শনিবার রাতে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।