ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন; অভিযানে ৭ ড্রেজার মেশিন জব্দ ও ১ জনের কারাদণ্ড


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫ ০০:৩৮

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ২৪ মার্চ ২০২৫ (সোমবার) উপজেলাস্থ বৈশা বিল, হালুয়াহাটি ও কর্ণঝোড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। সে সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে-৭ টি ড্রেজার মেশিন এবং বালু তোলার অন্যান্য সরঞ্জামাদি অপসারসহ ২০ টির বেশি বাঁশের মাচা ভাঙা হয়। অবৈধ বালু উত্তোলনের সময় আটক একজনকে ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।