ভারতের জেলখানায় বাংলাদেশীর মৃত্যু; পরিবারের পাশে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার

ভারতের দমদম পুরাতন জেল খানায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আশরাফ গাজী (৪৮) ।
সংবাদ পেয়ে ০৮ ই ফেব্রুয়ারী ( শনিবার) সকাল ১১ টায় মৃতের পরিবারের পাশে ছুটে যান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড: সুব্রত কুমার ।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৃত আশরাফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
সরজমিনে ও মৃত আশরাফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম জানান, বিগত আঠার মাস পূর্বে আশরাফ ভারতীয় প্রশাসনের নিকট অবৈধ্য নাগরিক হিসাবে আটক হয়। তিনি দীর্ঘ দিন যাবৎ ভারতের জেল খানায় অসুস্থ্য ছিলেন। ০৬ ই মার্চ বুধবার বিকাল ৫.৩০ মিনিটে কৈখালী ২ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মাদ আলী কাগুচী ভারতের জেলখানা থেকে আশারাফের স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন , আশরাফ ভারতের দমদম পুরাতন জেল খানায় অসুস্থ্য জনিত কারনে মৃত্যু বরণ করেছে বলে নিশ্চিত হয়েছি। তার মৃত দেহ বাংলাদেশে নিজ বাড়ীতে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের এক স্ত্রী , দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে। আশরাফের করুন মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।