‘আহত’ জিম্বাবুয়েকে আশা করছেন বাংলাদেশ কোচ

হ্যামিল্টন মাসাকাদজা একবারও বললেন না, বাংলাদেশ ফেবারিট। বরং বললেন, জিম্বাবুয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসও বললেন, জিম্বাবুয়েকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তারা। বরং একটি আহত প্রাণী হিসেবেই দেখছেন।
বাংলাদেশের সঙ্গে আগের কয়েক বারের স্মৃতি ভুলে যেতে চাইবে জিম্বাবুয়ে। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও ব্যাটে বলে দাঁড়াতে পারেনি। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দাঁড়াতে পারেনি তারা। তবে রোডস সেটাই একটা সতর্কসংকেত হিসেবে দেখছেন, ‘জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে দাঁড়াতেই পারেনি। কোনো দলই এটা চাইবে না। আমি একটা আহত প্রাণীকেই আশা করছি। তারা নিজেদের সেরাটাই দেবে, অস্তিত্ব প্রমাণ করতে চাইবে। আমি কঠিন একটা প্রতিপক্ষ আশা করছি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওই সিরিজের পর তারা ঘুরে দাঁড়াতে চাইবে। আমরা অবশ্যই নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। তবে ওদেরকে নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। নিজেদের কাজটাই আমরা ঠিকঠাক করতে চাইব।’
শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ, মনে করিয়ে দিচ্ছেন রোডস, `ফাইনালে দারুণ একটা জুটি হয়েছিল আমাদের, ১২০ রানের মতো। আমরা ভালো একটা শুরু পেতে চাইব, কিন্তু সব সময় সেটা করা সম্ভব হবে না। ওদের বোলাররাও ভালো করতে পারে। তবে আমাদের ব্যাটিংয়ে ভরসা করার মতো অনেকেই আছে।’
সাকিব তামিম না থাকায় বাংলাদেশ সেই অভাব কীভাবে পূরণ করবে?
রোডস এটা নিয়ে বেশি ভাবছেন না, ‘আমি ব্যাপারটা ইতিবাচকভাবেই দেখছি। অন্যদের জন্য এটা একটা সুযোগ। সবাই যদি নিজেদের সুযোগটা নিতে আরে, আমাদের স্কোয়াডের গভীরতা প্রমাণ করতে পারব। প্রতিদ্বন্দ্বিতা থাকলে অবশ্যই সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এটা দলের জন্যই ভালো।’