ঢাকায় মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
ঢাকায় মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতের ইতিহাসে প্রথমবারের মতো এক হাজারেরও বেশি মার্চেন্টের অংশগ্রহণে ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট ২০২৫”।
মার্চেন্ডাইজিং ব্রাদারহুড এসোসিয়েশন অব বাংলাদেশ (MBABD) এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (PMI) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস উদ্যোক্তা, বিজিএমইএ, বিকেএমইএ ও বিজিবিএ নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ, গবেষক এবং তরুণ মার্চেন্ডাইজাররা।
সামিটে অতিথি বক্তাগণ ছিলেন: মোহাম্মদ হাতেম, সভাপতি, BKMEA, বিদ্যা আমৃত খান, সহ-সভাপতি, BGMEA, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান, প্রো-ভিসি, BUFT, মোহাম্মদ পাভেল, সভাপতি, BGBA, রফিকুল হক, চেয়ারম্যান, টেক্সট অ্যাপারেল লিঃ, শাহ রায়েদ চৌধুরী, পরিচালক, BGMEA, খন্দকার হুমায়ুন কবির, পরিচালক, BABGMEA, আবরার সাইফ, ভাইস চেয়ারম্যান, ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপ, আফরাহ হোসেন সায়েম, সভাপতি, DATYA, মোহাম্মদ শাকুর বিন আজাদ, সিইও, টেক্সটাইল ফ্যাশন গ্রুপ, আলাউদ্দিন আহমেদ, সেক্রেটারি, BGBA, সদরুজ্জামান রহমান, ম্যানেজিং ডিরেক্টর, বান্দরবান ফ্যাশন, মো. সাঈদ খান, এডমিন ডিরেক্টর, স্টাইল টেক্সটাইল লিঃ, এইচ. এ. ফ্রিডম, রিজিওনাল ডিরেক্টর, চার্লস কমার্স লিমিটেড, মো. আলম তাহের, রিজিওনাল মার্চেন্ডাইজিং হেড, ইয়াংওয়ান কর্পোরেশন, ইমরান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিয়াম অ্যাপারেল লিঃ, মো. আব্দুল হক, মার্চেন্ডাইজিং ডিরেক্টর, এমএইচ টেক্সটাইল, রংগন আল শুভ্র, চেয়ারম্যান, ইউনিক ফ্যাশন গ্রুপ, মো. হাকিমুল ইসলাম, হেড অফ অপারেশনস, হেরিটেজ অ্যাপারেল, মো. ইশতিয়াক আলম জর্জ, ডেপুটি জেনারেল ম্যানেজার, নিউ এরা অ্যাপারেল, আরিফ শাহাদাত হোসেন, প্রো ভিসি, BUYOUT Ltd, রিয়াজ হোসেন, কনসালট্যান্ট, মার্চেন্ডাইজিং অ্যালায়েন্স নেটওয়ার্ক, হুরা এ. আহমেদ, এইচআর স্পেশালিস্ট, সাইমা শবনম আহমেদ, চিফ পারচেজ অ্যান্ড ট্রেড অফিসার, এফ.এ. গ্রুপ, আলেয়া আখতার, লিড মার্চেন্ডাইজার, এম.এইচ. ফ্যাশনস, রিয়াদ মাহমুদ, হেড অফ সোর্সিং, স্টাইল গ্রুপ, মো. নূর-আল-আমিন, ম্যানেজার, সোর্সিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, ওয়াইজ টেক্সটাইল, উম্মে আফিয়া আখতার, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, ম্যাট্রিক্স ফ্যাশন, নুসরাত লাবিবা দীপা, কোঅর্ডিনেটর, উইমেন ইন মার্চেন্ডাইজিং, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মার্চেন্ডাইজ ব্লগ (TGM) ও বুনন বি এর অ্যাডভাইজর, মো. সালাউদ্দিন, ডিরেক্টর, রিয়াজ গার্মেন্টস লিমিটেড।
অনুষ্ঠানে বক্তারা পোশাকশিল্পের বর্তমান চ্যালেঞ্জ, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “দেশের তরুণ মার্চেন্ডাইজারদের হাতেই ভবিষ্যতের পোশাকশিল্প নির্ভর করছে।”
এমবিএবিডির ফাউন্ডার ও প্রেসিডেন্ট নিজাম উদ্দিন দিপু বলেন, “আমরা চাই বাংলাদেশ থেকে বিশ্বমানের মার্চেন্ডাইজিং প্রফেশনাল তৈরি করতে। বিদেশি নির্ভরতা কমিয়ে, দেশের দক্ষ জনবল দিয়েই যেন এই সেক্টর পরিচালিত হয়—সেই লক্ষ্যেই এমবিএবিডি ও PMI একসঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, “PMI থেকে প্রশিক্ষিত শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশের নামকরা গার্মেন্টস ও সোর্সিং কোম্পানিগুলোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। অনেকেই উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন করেছেন।
প্রফেশনাল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (PMI) — জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত ও ISO সার্টিফাইড একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে গার্মেন্টস খাতে পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
PMI-এর প্রশিক্ষণ কোর্সসমূহের মধ্যে রয়েছে:
(1) Apparel Merchandising, (2) Business Development & Marketing, (3) GPQ/QC Management (RMG),
(4) Corporate English & Communication, (5) CAD (2D & 3D) & Virtual 3D Fashion Design (CLO),
(6) HRM, IE & Lean Manufacturing, (7) Production Planning & Supply Chain Management (SCM).
বর্তমানে PMI থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশের গার্মেন্টস খাতে কর্মরত, যা প্রতিষ্ঠানটির সফলতার প্রতিফলন।
দেশি-বিদেশি সাপ্লায়ার, ক্রেতা প্রতিনিধি ও পেশাজীবীদের উপস্থিতিতে আয়োজিত এই সামিটে অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন শিল্পখাতে সোর্সিং, যোগাযোগ ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
“প্রতিটি প্যানেল আলোচনায় শ্রোতারা মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনেছেন। এ ধরনের উদ্যোগ তরুণ মার্চেন্ডাইজারদের অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
দিনব্যাপী এই সম্মেলনটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে নেতৃত্ব বিকাশ, জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।