ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ মামলার আসামী গ্রেপ্তার


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫ ২২:৪২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর থেকে গ্রেপ্তারি পরোয়ানা ও ১৪ মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীর (৪৩) র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

২৬ অক্টোবর রোজ রোববার দুপু্র ২ টার দিকে মিরওয়ারিশপুর গ্রামের রিয়াজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু বলেন গোপন সংবাদ পেয়ে রোববার দুপুর দুইটার সময় র‌্যাব সদস্যরা মিরওয়ারিশপুর গ্রামে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে স্থানীয় রিয়াজ স্টোরের সামনে থেকে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও ১৪ মামলার পলাতক আসামী ও চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের নুরুজ্জামানের পুত্র জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীর (৪৩) গ্রেপ্তার করে। পরে তাকে বেগমগঞ্জ মডেল থানা হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন তাকে ধরার জন্য দীর্ঘদিন থেকে র‌্যাবের সদস্যরা চেষ্টা করে আসছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।