বিএনপি ভোটের জন্য জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না: মির্জা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কাছে ভোট পাওয়ার জন্য কখনো মিথ্যা আশ্বাস বা অবাস্তব প্রতিশ্রুতি দেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস। বিএনপি বাস্তববাদী রাজনীতিতে বিশ্বাস করে। জনগণকে ধোঁকা দিয়ে ভোট পাওয়ার রাজনীতি বিএনপির নীতির পরিপন্থী।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলো ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে; বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে-তা যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।

তিনি আরও বলেন, জনগণ আজ সত্যিকারের পরিবর্তন চায়, তাই বিএনপি সেই পরিবর্তনের রাজনীতি করছে। “আমরা জনগণের সমস্যার সমাধান দিতে চাই, কল্পনাপ্রসূত প্রতিশ্রুতি নয়।
সভাপতির বক্তব্যে আরিফুর রহমান আরিফ বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। আজ দেশে যে ভয়-ভীতির পরিবেশ তৈরি হয়েছে, সেটি ভাঙতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা আব্বাস ভাইয়ের নেতৃত্বে আমরা দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্ত ভিত্তির ওপর গড়ে তুলব। বিএনপি জনগণের দল। তাই জনগণের স্বার্থ ও অধিকারই আমাদের রাজনীতির মূল প্রেরণা।
এই মতবিনিময় সভায় রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য শামীম হোসেন, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, রমনা থানা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান ও গুলবাগিচা ফ্লাট ওন্যার্স এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), সোহাগ পরিবহনের এমডি ফারুক তালুকদার সোহেল, সোহাগ পরিবহনের ডিরেক্টর আনোয়ার তালুকদার শিমুল, বীর মুক্তিযোদ্ধা ওলিউল্লাহ বাবলু, ‘আমাদের পশ্চিম মালিবাগ সোসাইটি’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এ্যাড তারিকুল ইসলাম কৌশীক, মনিরুজ্জামান খান বাবুলসহ স্থানীয় বাসিন্দাগণ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
