ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


শোকাবহ আগস্ট স্মরণে

ডাকসুর আয়োজনে ৪র্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে খেলবে ঢাবি ফুটবল টিম


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৯ ২১:২৮

ডাকসুর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজে নিয়োজিত চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল টিম ।

শোকাবহ আগস্ট স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী থাকাকালীন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন। তার অবদানের সম্মানার্থে ও তাঁকে স্মরণ করে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শোকাবহ আগস্ট স্মরণে ডাকসুর আয়োজনে প্রতিদিনই বিভিন্ন ধরনের সংলাপ, সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দেশবিরোধীরা আগস্ট মাসে জাতির জনককে হত্যা করেছে। হত্যা করে জাতির জনকের আদর্শকে দমিয়ে দেয়া যাবেনা। এদেশের ছাত্র সমাজ তার আদর্শকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে। বঙ্গবন্ধুকে স্মরণে ডাকসু নিয়মিত কর্মসূচি পালন করে যাবে।