ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

আইফোনের দিকে ঝুঁকছে গরিবরা, ধনীদের পছন্দ হুয়াওয়ে!


২৭ নভেম্বর ২০১৮ ০২:৫৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০১

আইফোন ব্যবহারকারী মানেই ধনী ব্যক্তি, এমন ধারণা প্রচলিত আছে অনেকদিন থেকেই। তবে নতুন এক গবেষণার ফলাফল জানাচ্ছে, অধিকাংশ আইফোন ব্যবহারকারীরা তেমন ধনী নয়।

চীনভিত্তিক জরিপ সংস্থা মবডাটা সম্প্রতি তাদের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে চীনের আইফোন ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য উঠে এসেছে। এই গবেষণায় দেখা যায়, চীনের আইফোন ব্যবহারকারীরা অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত, যাদেরকে ‘ছদ্মবেশী দরিদ্র’ বলে অভিহিত করা হচ্ছে।

চীনের আইফোন ব্যবহারকারীদের অধিকাংশই ১৮ থেকে ৩৪ বছর বয়স্ক নারী, যাদের আয় বাংলাদেশি টাকায় ৩৬ হাজারের কিছু বেশি। অন্য ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারীদের তুলনায় এদের আয় অপেক্ষাকৃত কম।

জরিপে আরও দেখা যায়, অন্য ব্র্যান্ড ব্যবহারকারীদের তুলনায় অ্যাপল ব্যবহারকারীরা বেশি বিশ্বস্ত। ৬৫.৭ শতাংশ আইফোন ব্যবহারকারী নতুন ফোন কেনার সময় আবারও আইফোনই কেনে।

চীনের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হুয়াওয়ে ব্যবহারকারীদের অধিকাংশই পুরুষ এবং বয়স ২৫-৩৪ এর মধ্যে। এদের আয় ৬০ হাজারের টাকা থেকে ২ লাখ সাড়ে ৪১ হাজার টাকা পর্যন্ত। স্বল্প দক্ষ শ্রমিক থেকে শুরু করে সফল ব্যবসায়ীও হুয়াওয়ে ব্যবহারকারীদের মধ্যে রয়েছে।

চীনের আরেক জনপ্রিয় ব্র্যান্ড শাওমি ব্যবহারকারীদের অধিকাংশই বিবাহিত পুরুষ, যাদের আয় ৬০ হাজার থেকে ১ লাখ ২২ হাজার টাকার মধ্যে।