ইন্টারনেট ছাড়াই রোবটকে সাহায্য করবে যে এআই মডেল

শক্তিশালী বিভিন্ন এআই রোবটকে ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে সাহায্য করবে এমন নতুন মডেল উন্মোচনের দাবি করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিভাগ ডিপমাইন্ড।
সাধারণত এআইচালিত বিভিন্ন রোবট প্রয়োজনীয় কম্পিউটিংয়ের জন্য দূরবর্তী বা রিমোট সার্ভারের ওপর নির্ভর করে। তবে ডিপমাইন্ডের নতুন ‘জেমিনাই রোবোটিক্স অন-ডিভাইস’ নামের নতুন মডেল এ পদ্ধতিতে বড় পরিবর্তনের সূচনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এ ‘অন-ডিভাইস’ সিস্টেমটির সহায়তায় বিভিন্ন হিউম্যানয়েড রোবট পৃথিবীর যে কোনও স্থানে, এমনকি মহাকাশেও ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে পারবে বলে দাবি করেছে ডিপমাইন্ড।
এক ব্লগ পোস্টে ডিপমাইন্ডের রোবোটিক্স বিভাগের প্রধান কারোলাইনা পারাডা বলেছেন, মডেলটি ডেটা নেটওয়ার্কের ওপর নির্ভর না করে নিজে থেকেই কাজ করতে পারে। ফলে এটি সংবেদনশীল বিভিন্ন অ্যাপের জন্য উপযোগী ও এমন পরিবেশে কাজের বিষয়টি নিশ্চিত করবে, যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল বা একেবারেই নেই। ক্তিশালী বিভিন্ন রোবোটিক্স মডেলকে আরও সহজলভ্য ও অভিযোজিত করার পথে অগ্রগামী এক পদক্ষেপ হচ্ছে জেমিনাই রোবোটিক্স অন-ডিভাইস। রোবোটিক্স কমিউনিটি এ নতুন টুলের সাহায্যে কী কী তৈরি করবে তা ভেবে আমরা রোমাঞ্চিত। কারণ ভবিষ্যতে এআইকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসার সম্ভাবনা নিয়ে আমরা আরও গবেষণা চালিয়ে যাচ্ছি।
স্বাধীনভাবে বিভিন্ন রোবটকে প্রতিদিনের কাজ সম্পন্ন করতে সাহায্য করে চলেছে পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা। যেমন– কাপড় ভাঁজ করা বা ব্যাগের চেইন খোলার মতো কাজ।
ড. পারাডা বলেছেন, এ ‘অন-ডিভাইস’ মডেলটি নতুন কাজ দ্রুত শিখতে পারে, বিশেষ করে যদি এটিকে সেই কাজটি কীভাবে করতে হয় তা ৫০ থেকে ১০০ বার দেখানো হয়। মডেলটিকে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে নানা ধরনের রোবটের ওপর কাজের জন্য অভিযোজিতও করা যেতে পারে।
রোবোটিক্সের জন্য এ ধরনের মডেলের ওপর কাজ করছে অন্যান্য শীর্ষস্থানীয় এআই কোম্পানিও। সম্প্রতি নিজেদের হিউম্যানয়েড রোবট বিকাশকে আরও শক্তিশালী করতে ‘আইজ্যাক গ্রুট এন১’ নামের এআই মডেল উন্মোচন করেছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।
মানুষের প্রতিক্রিয়া ও স্বাভাবিক অনুভূতি নকলের জন্য এই ‘ফাস্ট-থিঙ্কিং অ্যাকশন মডেল’টি তৈরি করেছে এনভিডিয়া, যাতে সাধারণত মানুষ করেন এমন বিভিন্ন কাজ করতে পারে এটি। এর আগে, মার্চ মাসে মডেলটি উন্মোচনের সময় এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বলেছিলেন, “সাধারণ সক্ষমতার রোবোটিক্স যুগ শুরু হয়ে গিয়েছে।
এ মডেলের নতুন ডেটা-জেনারেশন ও রোবট-লার্নিংয়ের মাধ্যমে গোটা বিশ্বে এআই যুগের পরবর্তী সীমানা উন্মোচন করবেন রোবোটিক্স ডেভেলপাররা।