ঢাকা রবিবার, ১০ই নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন ম্যারাডোনা


১ জানুয়ারী ২০২০ ০৪:০৩

আপডেট:
১ জানুয়ারী ২০২০ ০৪:০৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন আনন্দে বাংলাদেশে আসছেন ডিয়োগো ম্যারাডোনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ৩১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে বার্তা২৪.কমকে এই তথ্য নিশ্চিত করেন।

ম্যারাডোনার ঢাকা সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তাই মার্চের মধ্যেই ম্যারাডোনার ঢাকা সফরের তারিখ ও সময়সূচি নির্ধারণ করতে চায় বাফুফে। এক থেকে দুই রাতের জন্য ফুটবলের এই জাদুকর ঢাকায় থাকবেন। এই সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরের ব্যাপারে ম্যারাডোনার এজেন্টের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে বাফুফে। তবে আর্জেন্টাইন এই সুপারস্টারের সফরের ব্যাপারে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাতে চায় বাফুফে।

১৯৮৬ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা ডিয়োগো ম্যারাডোনার নেতৃত্ব ও কারিশমায়।