কারীমুল হাই নাইমকে সেক্রেটারি পদে চায় ছাত্রদলের তৃণমূল

বিএনপির ভ্যানগার্ড নামে পরিচিত ছাত্রদল। এক সময়ের প্রতাপশালী এই সংগঠনটির বর্তমানে ভঙ্গুর অবস্থা। কোথাও নেই তারা। বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত সংগঠন ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ভেঙে পড়েছে সংগঠনটির চেইন অব কমান্ড। সাংগঠনিক কার্যক্রমে এসেছে স্থবিরতা।
দীর্ঘ ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের এ কাউন্সিল হতে যাচ্ছে। অবশ্য পরিচিতি বাড়াতে পদপ্রত্যাশীরা তৃণমূলে নানাভাবে যোগাযোগ করছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আসার আলোচনায় অনেকের নাম শোনা গেলেও সেক্রেটারি পদে আলোচিত হচ্ছেন কারীমুল হাই নাইম। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রতিষ্ঠান এলএলবিতে অধ্যয়নরত আছেন।
ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে কারীমুল হাই নাইমকে দেখতে চাচ্ছেন। তার পক্ষে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।
ছাত্রদলের নেতাকর্মীরা মনে করছেন, সাধারণ সম্পাদক কারীমুল হাই নাইম হলে ছাত্রদল উজ্জীবিত হবে এবং বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবে।
গত জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। ফ্রেশ ইমেজের কারনে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন কারীমুল হাই নাইম।
কারীমুল হাই নাইম বলেন, ছাত্রদলের শক্ত অবস্থান তৈরি, শিক্ষার্থীদের কল্যাণে এবং বিএনপির রাজিনীতিতে আমার জীবন উৎসর্গ করতে চাই।
ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, কারীমুল হাই নাইম জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি হলে যেকোনো সময়ের তুলনায় ছাত্রদল সক্রিয়ভাবে কাজ করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার একটি সুন্দর অবস্থান রয়েছে ফলে ক্যাম্পাসে ছাত্রদলের শক্তিশালী অবস্থান প্রকাশ্যে আসবে।