ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


পুরান ঢাকায় ট্রাফিকের দায়িত্বে ছাত্রলীগ


২৮ মে ২০১৯ ১১:২০

আপডেট:
১৫ মে ২০২৫ ১২:৩১

পবিত্র ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ও যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে পুরান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের ফুটপাতে দোকান সরাতে গেছে।

ছাত্রলীগ নেতা আক্তারের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জানা যায়, পুরান ঢাকা গত কয়েকদিন যাবত অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। ৫ মিনিটের সড়ক পাড় হতে সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী।ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় হলুদ ক্যাপ পরিহিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টে দাড়িয়ে যানজট নিরসনে কাজ করেন নেতাকর্মীরা।