ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


রক্তাক্ত জবি ক্যাম্পাস, ককটেল বিস্ফোরণ ও দফায় দফায় সংঘর্ষ


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৭

আপডেট:
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মীরা সকাল থেকে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একপর্যায়ে জবি ছাত্র লীগের পদ প্রত্যাশীদের কর্মীরা প্রতিদিনের ন্যায় আজও ক্যাম্পাসে মহড়া দেওয়ার জন্য প্রধান ফটক দিয়ে ভিতরে গেলে সভাপতি, সাধারণ সম্পাদকের কর্মীরা তাদের উপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

এসময় সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষই দেশীয় অস্ত্র ও মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ক্যাম্পাসে অবস্থান নেয়।

বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।